
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে গরিব-অসহায় ৩০০ পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। মঙ্গলবার (২৬ নভেম্বর) সুন্দরগঞ্জের বজরা কঞ্চিবাড়ি স্কুল মাঠে আন্তজার্তিক স্বেচ্ছাসেবী সংগঠন স্টিচিং ইন্টারন্যাশনাল হিউম্যানিটায়ার হুলপোরগানিসটি নেদারল্যান্ড (আইএইচএইচএন) এর অর্থায়নে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।কঞ্চিবাড়ি ইউপি চেয়ারম্যান জনাব মনোয়ার আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান, প্রধান মেহমান হিসেবে উপস্হিত ছিলেন দোস্ত এইডের প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েশ, বিশেষ অতিথি দোস্ত এইডের ডোনার মুরাদ হালি (নেদারল্যান্ড), শিক্ষক ও সমাজ সেবক হারুন মিয়া।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক সাইফুল আকন্দ।