
হবিগঞ্জের মাধবপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ নভেম্বর সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমদাদুল হক মিলন।
সভায় বিস্তারিত আলোচনার মাধ্যমে মাধবপুর উপজেলাকে মাদকসহ সর্বপ্রকার অপরাধ থেকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বিভিন্ন পরামর্শ উপস্থাপন করা হয়। এ সময় সভা ছাত্ররা মাধবপুর কে একটি সুন্দর ও আদর্শ যুগোপযোগী উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য ইউএনওর সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের গঠনমূলক ও যৌক্তিক দাবি সমূহ অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং সাধ্যমত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আর এইচ মাসুম, সিরাজুল ইসলাম তানজিল, মেহেদী হাসান, জামিল, জুয়েল, ইমন, প্রমুখ।
এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের পক্ষ থেকে নবনিযুক্ত ইউনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সভায় সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সম্প্রীতির বন্ধন বজায় রাখার জন্য আহ্বান জানানো হয়।