
পার্বত্য বান্দরবানের পিছিয়ে পড়া শিশু ও নারীদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় এগিয়ে নিয়ে যেতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার সময়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা অফির্সাস ক্লাব সম্মেলন কক্ষে বান্দরবান জেলা পরিষদের আয়োজনে ইকোসিস্টেম রেস্টোরেশন এন্ড রেজিলিয়েন্ট ডেভেলপম্যান্ট ইন সিএইচটি , ইউএনডিপি সহযোগিতায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের জেন্ডার ও কমিউনিটি কোহেসন বিশ্লষক, ঝুমা দেয়ান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী এ সময় আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সেলিম, প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাবমা, বান্দরবানের জেলাপরিষদ কর্মকর্তা সিও ম্যা প্রু বান্দবান জেলা পরিষদের মনিটরিং ও রিপোটিং কর্মকর্তা,মো: জিলহাজ উদ্দিন, জেন্ডার ও ইনক্লুসিভ এডুকেশন কর্মকর্তা ম্যাগডালিন ত্রিপুরা, উপজেলা এডুকেশন ফেসিলিটিটর মো: সাখাওয়াত হোসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে।
অনুষ্ঠানে অতিথিরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে পার্বত্য বান্দরবানের পিছিয়ে পড়া শিশু ও নারীদের এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আর এই সমস্ত দুর্গম পার্বত্য এলাকাগুলোর মধ্যে নারী ও শিশুদের নিয়ে কাজ করার জন্য ইউএনডিপি সহ অন্যান্য সহযোগী সকল সংগঠনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতেও যাতে এ ধরনের সংগঠনের মাধ্যমে পিছিয়ে পড়া জনগণ শিক্ষা চিকিৎসা সকল ক্ষেত্রে এগিয়ে আসতে পারে সেজন্য পার্বত্য বান্দরবানের সকল সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান ।