
বাংলাদেশ সরকারের রাবার বোর্ড কর্তৃক নির্ধারিত ২৮৮ টাকার দাম পাওয়া এবং দেশের বাহির থেকে রাবার আমদানিতে ৩০% কর নির্ধারণের দাবীতে মানববন্ধন করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলার রাবার বাগান মালিকরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্বরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে
নাইক্ষ্যংছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী জানান, রাবার বাগান মালিকদের দাবী দাওয়া যুক্তিক। বিষয়টি তিনি যতাযত উর্দধতন কর্তৃপক্ষের বরাবর অবহিত করার আশ্বাস দেন।
এসময় রাবার বাগান মালিকরা জানান, নাইক্ষ্যংছড়ি এবং বাইশারীতে সাদা সোনা নামে খ্যাত রাবারের শিল্প এখন বিখ্যাত হয়ে উঠেছে। যেখানে ১০ হাজার হেক্টরের অধিক জমিতে রাবার চাষে নাইক্ষ্যংছড়ি ও পাশ্ববর্তী রামু উপজেলার অন্তত ৫০ হাজার মানুষের জীবন জীবিকা চলে। এখানকার রাবার দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে।গত কয়েক বছর ধরে রাবারের দরপতনের কারনে বাগান টিকিয়ে রাখা দুষ্কর হয়ে পড়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ,উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানী,রাবার বাগান মালিক সমিতির আহবায়ক মোঃ রফিক বশরী।
সদস্য সচিব জসিম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন
,রাবার বাগান মালিক সমিতির নেতি আবুল কালাম,আবদুস সালাম, নুরুল হুদা, আলী মো: মিনহাজ প্রমুখ।
উল্লেখ্য, বর্তমানে সরকার নির্ধারিত ২৮০ টাকার পরিবর্তে নাইক্ষ্যংছড়িতে বাগান মালিকরা রাবার বিক্রি করে দাম পাচ্ছে ১৪০-১৫০ টাকা। তাই ন্যায় মূল্য পেতে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন মালিকরা।