
পটুয়াখালী -কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত-১। নিহত ব্যক্তি হলেন কলাপাড়ার নয়াকাটা ভূমি অফিসের ভূমি সহকারি কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) গোলাম মাওলা মানিক। জানা গেছে, এ ঘটনা টি ঘটেছে ২৫ নভেম্বর সোমবার সকালে।
এদিন সকালে পটুয়াখালী সদর উপজেলার করমজাতলা নামক স্হানে এনা পরিবহন ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্হলে মোটরসাইকেলের আরহী উক্ত ভূমি কর্মকর্তা নিহত হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে এনা পরিবহনের বাস টি থানা পুলিশ আটক করতে পারলেও এ গাড়ীর ড্রাইভার পলাতক রয়েছে।