পটুয়াখালী সদর থানার বহলগাছিয়া গ্রামের শিক্ষক দম্পতি আশরাফ আলী ও হোসনে আরা বেগমের নৃশংস হত্যাকান্ডের পূর্নাঙ্গ রহস্য উদঘাটনের দাবী ও পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মঈনুল হোসেন ও উপ পুলিশ পরিদর্শক "মহসিন" (ডিবি) কর্তৃক বাদীকে হেনস্থা করার প্রতিবাদে " সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ সংবাদ সম্মেলন টি পটুয়াখালী প্রেসক্লাবে ২৫ নভেম্বর সোমবার বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়। এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উক্ত দম্পতি হত্যা মামলার বাদী ও তাদের সন্তান আবুল বাশার মোহাম্মদ আবদুল্লাহ। উক্ত সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন উক্ত দম্পতির মেয়ে সহ অন্যান্য আত্মীয় -স্বজন এবং পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দরা। প্রসঙ্গত: মোঃ আবুল বাশার মোহাম্মদ আবদুল্লাহ এর বাবা মোঃ আশরাফ আলী(৭৭)ও তার মা হোসনে আরা লায়লী(৭০) সাং বহল গাছিয়া,থানা/জেলা: পটুয়াখালী। তারা গত ২০/০৭/২০২৪ তারিখ থেকে ২৪/০৭/২০২৪ তারিখের মধ্যে যে কোন সময় নৃশংস ভাবে হত্যা হয়। সূত্র: এ বিষয় পটুয়াখালী সদর থানার, (double murder) মামলা নং ৪০, তারিখ: ২৬/০৭/২০২৪, ধারা ৩০২/৩৪ পিসি এবং
উপরিউক্ত double murder এর বাদী -" আবুল বাশার মোহাম্মদ আবদুল্লাহ"।