
কুড়িগ্রামের ফুলবাড়ীতে দেড় কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৪ নভেম্বর)ত দুপুরে ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম উপজেলার শিমুলবাড়ী এলাকার মোঃ মাসুদ রানা (২২), নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার রায়সিংহপুর এলাকার মোঃ শহিদুল ইসলাম ফোরকাই (৩৫) ও ফুলবাড়ী নাওডাঙ্গা এলাকার মোঃ সজীব মিয়া (২৩) এর কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে।
এবিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।