সোহেল সরকার ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর ব্রীজের উপর গতকাল শনিবার গভীর রাতে এসআই আক্কাস আলী, এসআই মাহমুদ হাসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ডাকাতরি প্রস্তুতিকালে ০৪ জন ডাকাতকে গ্রেফতার করে । এসময় তাদের নিকট হতে ২টি দেশীয় তৈরি পাইপ গান (বন্দুক)ও ৪ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। ধৃত আসামিরা হচ্ছে পাশ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চাঁন পুর ইউনিয়নের মহিনীপুর গ্রামের মৃত সুধন মিয়ার ছেলে আলী প্রঃ জাহাঙ্গীর (২৮), হারুন রশিদের ছেলে মোঃ আব্দুল হাদি (৩৫), রফিকুল ইসলামের ছেলে মেরাজুল ইসলাম(২৫) ও হাজী আব্দুর বারীর ছেলে মোঃ আবুল কালাম (৩০)। তাদের বিরুদ্ধে নবীনগর থানায় অস্ত্র ও ডাকাতি আইনে দুটি মামলা হয়। পুলিশ আজ সকালে তাদেরকে আদালতে সোপর্দ করে।ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারা অন্য থানার থেকে এসে নবীনগরের ডাকাতি প্রস্তুতি কালে পুলিশ গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।