
আল আমীন নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
নালিতাবাড়ীতে অবৈধ বালু ব্যবসায়ী ও অবৈধভাবে উত্তোলন করা বালু পরিবহনের দায়ে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
আজ সকালে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে, গতকাল রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের গড়কান্দা এলাকায় এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী ও ভোগাই নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু ট্রাকযোগে পাচার করা হচ্ছে- এমন সংবাদে পৌর শহরের গড়কান্দা মহল্লা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে ময়মনসিংহ সদর উপজেলার উইনারপাড় চুরখাই এলাকার বাসিন্দা ট্রাকচালক শামীম মিয়া ও হেলপার দীপু মিয়াকে আটকের পর ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া নালিতাবাড়ী উপজেলার নিজপাড়া এলাকার অবৈধ বালু ব্যবসায়ী নূর হোসেনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদেরকে এ সাজা দেওয়া হয়েছে। যারা বেআইনিভাবে বিভিন্ন খনিজ সম্পদ, বালু উত্তোলন, পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।