
বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ বিচারের বানী নীরবে কাঁদে। বিচার প্রার্থীরা ন্যায় বিচার পাচ্ছে না। বার বার হয়রানীর স্বীকার হচ্ছে হামলাকারী ও দখলদারদের নিকট থেকে। কয়েক বছর যাবদ ধরেও সমাধান হয়নি জমি বিরোধ। দফায় দফায় মামলা-হামলা করে নিঃস করে দিচ্ছে অসহায় মানুষদের। বিচারের দারপ্রান্তে গিয়ে যেন কোন লাভ হচ্ছে না। হামলা ও জবর দখলকারীদের খুটির জোর এতটাই যে তারা বিচারের ফয়সালাকে তোয়াক্কা না করেই বার বার হামলা ও জায়গা দখলে মরিয়া হয়ে উঠেছে। এমন ঘটনা ঘটেছে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বটতলী হাট-হিন্দু প্রধানপাড়া গ্রামরে মৃত নব কিশোর বর্মনের পরিবারের উপর।
পঞ্চগড় জেলার বোদা উপজেলার খলিফাপুর মৌজায় চলছে অবৈধ জায়গা দখল, ভূমি জালিয়তী ও নানান অপকর্ম। এক শ্রেণির অসাধু দুস্কৃতিকারীদের মদদে এসব কাজ করে বেড়াচ্ছে দখলকারী মহলটি। একের পর এক হামলা মামলা দিয়ে অসহায়দের হয়রানি করেই যাচ্ছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা দরকার বলে দাবি করেন সচেতন মহল।উল্লেখ্য, পঞ্চগড় জেলার বোদা উপজেলার বটতলী হাট-হিন্দু প্রধানপাড়া গ্রামের ১। পবিত্র কুমার রায় (৪৫), ২। বাসুদেব চন্দ্র রায় (৩৮) উভয়ের পিতা-বঙ্কিম চন্দ্র রায় ও ৩। বঙ্কিম চন্দ্র রায় (৬৫) পিতা মৃত মহিন্দ্র নাথ বর্মন এবং ৪। বৈদ্যনাথ বর্মন(৫৬), ৫। নিমাই চন্দ্র বর্মন(৫২), ৬। নবকান্ত বর্মন(৪৮), ৭। সবুজ চন্দ্র বর্মন(৪৫) এর সকলের পিতা- মৃত হরেন্দ্র নাথ বর্মন, সাং-আকচা, ডাকঘর-ঠাকুরগাঁও, উপজেলা ও জেলা- ঠাকুরগাঁও। এরা একের পর এক মিথ্যার আশ্রয় নিয়ে ভূমি দখলের চেষ্টাসহ নানান অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। যা প্রকৃত জমির মালিক মৃত নব কিশোর বর্মনের ছেলে ১। দশরথ চন্দ্র বর্মন ও ২। বিপুল চন্দ্র বর্মন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানির স্বীকার হয়ে আসচ্ছেন।
সম্প্রতি নিম্ন লিখিত তপশীলের জমা-জমি মহামান্য হাইকোর্ট বিভাগের ৫২৯৫/২০২৩ সিভিল রিভিশন মোকদ্দমার আদেশের নিমিত্তে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অত্র তপশীলের জমা-জমি ক্রয়-বিক্রয় করা বা বে-দখরের চেষ্টা করা দন্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে বলে একটি নোটিশ বোর্ড টাংগানো হয়েছে।
জমির তপশীল ঃ জেলাঃ পঞ্চগড়, উপজেলা বোদা, ইউনিয়ন ৭নং চন্দনবাড়ি, ডাকঘর- বটতলী হাট, গ্রাম- হিন্দুপ্রধান পাড়া, মৌজা- খলিফাপুর, জে,এল নং-১৬৪, এস,এ খতিয়ান নং- ৬৬৫ (৭২৯), ডি,পি,খং ৬৪৯, খারিজ খতিয়ান নং- ১৭৯৪, ১৭৯৫, ২৬৮৪, দাগ নং-৩০৯৭, ৩১০৫, ৩১০৭, ৩১২১, ৩১০৪, ৩১০২, ৩১০৮এর জমির মালিক দশরথ চন্দ্র বর্মন ও বিপুল চন্দ্র বর্মন।এ ব্যাপারে এলাকার গণ্যমান্য ব্যাক্তিসহ বাদি ও বিবাদীর উভয পক্ষের লোকজন সম্প্রতি এক শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জানানো হয়েছে, যেহেতু উল্লেখিত ওই জমি প্রকৃতপক্ষ দশরথ চন্দ্র বর্মন ও বিপুল চন্দ্র বর্মন এর পিতা মৃত নব কিশোর বর্মনের পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমা-জমির বিষয়ে ৫২৯৫/ ২০২৩ মোকদ্দমাটি মহামান্য হাইকোর্টে চরমান রয়েছে। সেহেতু বিবাদী গণ কী সূত্রে প্রাপ্ত জমি ক্রয় করেন, সেই দলিল না দেখা পর্যন্ত বাদি দশরথ চন্দ্র বর্মন ও বিপুল চন্দ্র বর্মন ্ওই উল্লেখিত জমা-জমি ভোগ দখল করবেন বলে শালিশ বৈঠকে বিবাদীগণকে জানানো হয়।