ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোটর সাইকেল চাপায় আহত হয়ে সড়কে পড়ে থাকা মানসিক প্রতিবন্ধীর চিকিৎসা সেবায় এগিয়ে আসলেন সুনামগঞ্জের ডিসি
বিরামপুরে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর তল্লাশি: জনমনে স্বস্তি

অদম্য সেরাদের সেরা প্রতিযোগিতায় ‘আইডল’ অন্বেষণে অংশ নিলো ৬৮ শিক্ষার্থী

আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :মিরসরাইয়ের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক ও যুব সংগঠন অদম্য যুব সংঘ আয়োজনে সবচেয়ে আলোচিত শিক্ষামূলক প্রতিযোগিতা ‘অদম্য সেরাদের সেরা’ আইডল অন্বেষণ-২০২৪ শুরু হয়েছে। শনিবার ( ২৩ নভেম্বর সকালে উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ৬ষ্ঠ আসরের প্রতিযোগিতায় উপজেলার ৩৭টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বর্ষসেরা ৬৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

এসময় প্রধান অতিথি হিসেবে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক নারী উদ্যোক্তা রুহি মোস্তফা, চট্টগ্রাম বন্দরের সাবেক প্রধান নির্বাহী প্রকৌশলী খায়রুল মোস্তফা, শিক্ষানুরাগী দিদারুল আলম মিয়াজি।

প্রধান অতিথি নুরুল আমিন বলেন, শিক্ষা ক্ষেত্রে এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসনীয়। উপজেলার শিক্ষার মান উন্নয়নে এমন উদ্যোগ মুখ্য ভূমিকা পালন করবে।রুহি মোস্তফা বলেন, মিরসরাইয়ে মেয়েদের শিক্ষার প্রতি আগ্রহ দেখে আমি আবিভূত। এবারের প্রতিযোগিতায় ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ বেশি। এটি সত্যি নারীদের শিক্ষায় উজ্জীবিত করবে।

পরীক্ষা কমিটির আহবায়ক ও সংগঠনের সিনিয়র সহ সভাপতি মঞ্জুর আলম ভূঁইয়া জানান, ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মৌখিক পরীক্ষায় ডাক পাবেন। দুটো পরীক্ষার নম্বর সমন্বয় করে উপজেলায় মাধ্যমিকের আইডল ঘোষণা করা হবে। বিজয়ীরা প্রতিবারের ন্যায় আর্থিক চেক, শিক্ষা উপকরণসহ নানা ধরণের পুরস্কার পাবেন।

সকালে কেন্দ্রে প্রধান পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামসেদ আলম। সার্বিক তত্ত্বাবধান করেন অদম্য যুব সংঘের পরিচালক এনামুল হক সোহাগ ও সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদ। পরিদর্শক ছিলেন সাধারণ সম্পাদক নাজমুল হোসেন এবং শিক্ষা ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মাইনুল হোসেন।এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নুরুল করিম, নিশান, আবিদ, তারিফ, শাহেদুল, এআর রহমান, তামিম, আরমান প্রমুখ।

শেয়ার করুনঃ