
শান্তি পূর্ণ পরিবেশে পটুয়াখালীর ডিবুয়াপুর জাগরণ কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ’র ব্যবস্হাপনা কমিটির নির্বাচন ২০২৪ সম্পন্ন হয়েছে। জানা গেছে, ২৩ নভেম্বর শনিবার সকাল ৯ টায় এ ক্রেডিট ইউনিয়ন লিঃ’র অফিসে উক্ত ভোট অনুষ্ঠান শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকাল ৪ টায় শেষ হয়।
উক্ত নির্বাচনে ৫৫৮ জন ভোটারের মধ্যে ৪৭৫ জন ভোটার তাদের ভোট দিয়েছেন।
এ নির্বাচনে দ্বিতীয় বার সভাপতি পদে ২৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আল মামুন মৃধা( চেয়ার)।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নিজামুল হক খান ( আনারস) পেয়েছেন ১৮৫ ভোট। সহ-সভাপতি পদে আঃ খালেক সরদার ( বাইসাইকেল) ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ দেলোয়ার হোসেন (টিউবওয়েল)পেয়েছেন ২১৫ ভোট।এদিকে সদস্য পদে ৪ জন প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সদস্যরা হলেন, মোঃ লতিফ হাওলাদার (মাছ)৩০২ ভোট ও মোঃ আঃ করিম হাওলাদার (কলস) ২৮৩ ভোট এবং মোঃ রহুল আমিন ( কলম)২৭০ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান ( কাপ পিরিচ)। উক্ত নির্বাচন পরিচালনা করেন মোঃ কামরুজ্জামান, উপ- সহকারি নিবন্ধক, জেলা সমবায়, কার্যালয় পটুয়াখালী ও সভাপতি, নির্বাচন কমিটি/২৪ ডিবুয়াপুর জাগরণ কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ,পটুয়াখালী সদর এবং মোঃ হাবিবুর রহমান জলিল, সাবেক চেয়ারম্যান কালিকাপুর ইউনিয়ন পরিষদ ও সদস্য এ নির্বাচন কমিটি এবং মোঃ ফিরোজ আলম, পরিদর্শক, জেলা সমবায় কার্যালয়, পটুয়াখালী ও সদস্য উক্ত নির্বাচন কমিটি।