ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়

ড্রাইভার কর্তৃক চুরি-সহযোগী গ্রেফতার,উদ্ধার সাড়ে ২৩ লাখ টাকা

রিয়েল এস্টেট ব্যবসায়ীর ড্রাইভার কর্তৃক ২৪ লক্ষ টাকা চুরির ঘটনায় ২৩ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ড্রাইভারের সহযোগী মো. মাসুদ হাওলাদার ওরফে মাসুম (২৬) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম ডিবি পুলিশের সহায়তায় চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলা এলাকা থেকে মাসুমকে গ্রেফতার করে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

শাহবাগ থানা সূত্রের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গত ২১ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় রিয়েল এস্টেট ব্যবসায়ী স্বপন সাহার অভিযোগের প্রেক্ষিতে শাহবাগ থানায় একটি চুরি মামলা হয়। মামলার এজাহারে বলা হয়,শান্তা কনস্ট্রাকশনের মালিক স্বপন সাহা একজন রিয়েল এস্ট্রেট ব্যবসায়ী। ওই দিন স্বপন সাহা সকাল আনুমানিক ১০ টার দিকে ড্রাইভারকে নিয়ে তার গাড়িতে প্রথমে মতিঝিলের একটি ব্যাংক থেকে ২০ লাখ ও পরে গুলশানের একটি ব্যাংক থেকে ৫ লাখ মোট ২৫ লাখ টাকা উত্তোলন করে বাসার উদ্দেশে রওয়ানা দেন। পথে স্বপন সাহা তার পরিচিত এক ব্যবসায়ীকে এক লাখ টাকা দেন।

এরপর বিকাল আনুমানিক সাড়ে ৩টায় বাসার নিচে গ্যারেজে গাড়ির ভিতরে একটি ব্যাগের মধ্যে বাকী ২৪ লাখ টাকা রেখে ড্রাইভারকে খাবার খেয়ে আসার জন্য বলে স্বপন সাহা বাসায় চলে যান। বিকাল আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে ড্রাইভারকে দ্রুত গাড়ীর কাছে আসতে বললে,সে গাড়ির কাছেই আছে বলে জানায়। পরবর্তীতে স্বপন সাহা বিকাল ৪টা ১৫ মিনিটে বাসা হতে গ্যারেজে এসে দেখেন ড্রাইভার গাড়ির পাশে নেই। তখন সিকিউরিটিকে জিজ্ঞাসা করলে সে জানায় ড্রাইভার গাড়ি হতে একটি ব্যাগ নিয়ে বাইরে চলে গেছে। স্বপন সাহা তখন ড্রাইভারের ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করলে সে ফোন রিসিভ করেনি। তখন স্বপন সাহা বাসা হতে গাড়ির অপর একটি চাবি এনে গাড়ির দরজা খুলে দেখেন গাড়ির ভিতর রাখা ব্যাগসহ ২৪ লাখ টাকা নেই। ড্রাইভারের ভাড়া বাসায় খোঁজাখুজি করেও তাকে বা তার পরিবারের কাউকে খুঁজে পাননি তিনি। এমনকি গ্রামের বাড়িতে যোগাযোগ করেও কোন তথ্য পাওয়া যায়নি।

শাহবাগ থানা সূত্রের বরাাত দিয়ে তিনি আরও বলেন, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে ড্রাইভারের অবস্থান শনাক্ত করা হয়। এরপর চট্টগ্রাম ডিবি পুলিশের সহায়তায় চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলা এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয় ব্যবসায়ী স্বপন সাহার চুরি হওয়া ২৩ লাখ ৫০ হাজার টাকা। গ্রেফতার করা হয় ড্রাইভারের সহাযোগী মাসুদকে। পলাতক ড্রাইভারকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত মাসুদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ