
মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ভ্রম্যমান আদালতের মাধ্যমে ৭ গাড়ি থেকে চার হাজার টাকা জরিমানা আদায় করেছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় নাইক্ষ্যংছড়ি থানা মোড়ের প্রধান সড়কে এ-ই অভিযানে লাইসেন্স বিহিন -৬টি মটর সাইকেল কাগজ বিহিন১টি জীপ গাড়ি কে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন।এ সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা নিবর্হি অফিসার মাজহারুল ইসলাম সাংবাদিকদের জানান সম্প্রতি নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে মটর সাইকেল দূঃঘটনায় এক কলেজ ছাত্র নিহত হওয়া, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ অভিযান চালান বলে জানান। এবং আগামীতে অবৈধ সকল প্রকার যান বাহনে বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।