
শিক্ষা সফর-২০২৪ উপলক্ষে১০৫ নং লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়,পটুয়াখালী’র কোমলমতি শিক্ষার্থীরা সাগরকণ্যা কুয়াকাটায়।
এ স্কুলের শিক্ষক – অভিভাবকবৃন্দদের উদ্যােগে উক্ত শিক্ষা সফর এর আয়োজন করা হয়।২৩ নভেম্বর শনিবার সকাল ৮টায় পটুয়াখালী পৌরসভার সামনে থেকে এ শিক্ষা সফর এর বাসগাড়ি কুয়াকাটার উদ্দেশ্য যাত্রা করে। ১০৫ নং লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা বেগম সকালের খবর নিউজ পোর্টাল কে বলেন, লেখা পড়ার পাশাপাশি খেলা- ধুলা, সংস্কৃতি ও শিক্ষা সফর কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটায়। তাছাড়াও এ শিক্ষা সফর উপলক্ষে সকল শিক্ষক – শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দদের উপস্থিতি মিলন মেলায় পরিনত হয়।