এম,শাহজাহান, শেরপুর- জেলা প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের পরদিন মাছের প্রজেক্ট থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে শ্রীবরদী থানা পুলিশ। নিহতরা হলো, উপজেলার বটতলা গ্রামের মৃদা বাড়ির রাজমিস্ত্রী মো.সেলিম মিয়ার মেয়ে সকাল আক্তার (৭) এবং অটোরিকশা চালক স্বপন মিয়ার মেয়ে স্বপ্না খাতুন (৬)। তারা দুইজনই একই গ্রামের মাদ্রাসার শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানাগেছে, গতকাল মঙ্গলবার দুপুরের পর থেকে শিশু দুটিকে খুঁজে পাচ্ছিলনা পরিবারের সদস্যরা। স্থানীয়ভাবে অনেক খুঁজাখুজি করে তাদের সন্ধান না পেয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ছবি দিয়ে পোস্ট করে সন্ধান চাওয়া হয়। এছাড়াও এলাকায় সারারাত মাইকিং করা হয়। এদিকে ১৮জুন বুধবার সকালে বটতলা মৃদাবাড়ি এলাকার একটি মাছের প্রজেক্টে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা শ্রীবরদী থানা-পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে। এ সময় শিশুদের পরনে কোন পোশাক ছিল না। পরে প্রজেক্ট থেকে তাদের দুইজনের লাশ ডাঙ্গায় তুলে আনা হয়।স্থানীয়দের ধারণা,খেলার এক পর্যায়ে প্রজেক্টের পানিতে গোসল করতে নেমে অথবা পানিতে পড়ে গিয়ে তাদের মৃত্যু ঘটতে পারে। এবিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার জাহিদ বলেন, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাচ্চা দুটির গায়ের পোশাক পাওয়া যায়নি। আমরা ঘটনাটিকে গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে তদন্ত করছি। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।