
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ নড়াইল জেলা শাখার সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী ছরোয়ার হোসেন।
রবিবার (১৯ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামীলীগের এই নেতা। এ সময় খাশিয়াল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খান আজাদ আলী, নড়াগাতী থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক হাসনাত এ চৌধুরী, পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুকিত মোল্যা, কলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুরসালিন মোল্যা, জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জয়নাল মোল্যা, মাউলি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শান্ত স্বর্নকার, সাবেক ছাত্রলীগ নেতা নাদিম মাহমুদ, নড়াগাতী থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাসিম পারভেজ, কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জামান হোসেন জন, কালিয়া পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রশান্ত দাশ,
জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সজিবসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাজী ছরোয়ার হোসেন বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ শুধুমাত্র স্বপ্ন দেখায় না, সেটা বাস্তবায়নও করে। তিনি আরও বলেন, ২০৪১ সালে বাংলাদেশ হবে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ। আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। দলের দুর্দিনেও ছিলাম, এখন সুদিনে আছি, আগামীতেও থাকব।