ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা
খুলনায় যৌথ বাহিনীর হাতে গ্রেনেড বাবু আটক

শিশুকন্যাকে পাঁচশ টাকায় বিক্রি করলেন মা

পঞ্চগড়ে নয় মাসের কন্যা সন্তানকে বিক্রি করেছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। স্ট্যাম্প করে শিশুটিকে মাত্র পাঁচশত টাকায় কিনে নেন রুনা নামের এক নারী। এ ঘটনার পর শিশুটিকে আবার ফিরে পেতে চান মানসিক ভারসাম্যহীন নারী শরিফা খাতুন। পঞ্চগড় পৌরসভার দক্ষিণ তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সন্তান বিক্রি করা ওই নারী বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের জেমজুট মুসলিমবাগ এলাকার নুর ইসলামের স্ত্রী।

প্রতক্ষ্যদর্শীরা জানান, গত মঙ্গলবার নুরী নামের ওই সন্তানকে একটি হলুদ খেতে রেখে ভিক্ষা করতে যায় মা শরিফা খাতুন। এসময় শিশুটিকে একা দেখতে পেয়ে স্থানীয়রা শরিফাকে ধরে নিয়ে আসে। এসময় শরিফা শিশুটিকে দত্তক দিতে চায়। রুনা নামে এক নারী স্ট্যাম্প করে শিশুটিতে দত্তক নেয়।

শিশুটির বড় ভাই নয়ন জানান, মাকে ভয় দেখিয়ে তারা স্ট্যাম্প করে আমার বোনকে নেয়। ঘটনার পর থেকে মা আরও বেশি পাগল হয়ে যায়। মা শুধু এখন আমার বোনকে ফিরে পেতে কান্না করছে আর ছোটাছুটি করছে। আমরা কয়েকজন আজকে আমার বোনকে আনতে যাই, তখন তারা দেবে না বলে জানায়। আর বলে তোমরা মামলা কর।

কাজলা নামে স্থানীয় এক নারী বলেন, সকালে শরিফা এসে আমার পা জড়িয়ে ধরেছে আর বলছে আপু যেভাবেই পারো, আমার মেয়েকে এনে দাও।

এ বিষয়ে শিশুটিকে দত্তক নেওয়া ওই নারীর সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে তার ছেলে রুহুল আমিন রানা বলেন, আমরা তো স্ট্যাম্প করে নিয়েছি, এখন আমরা কিভাবে দেবো।

এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন সঙ্গে কথা হলে তিনি বলেন, আমরা বিষয়টি অবগত নই। খবর নিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

শেয়ার করুনঃ