
বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারে জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে বাজার স্হাপন, বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
পৌর শহরে ২২ নভেম্বর শুক্রবার সকালে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম, বাজারের কয়েকটি দোকানে অভিজান চালিয়ে জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে বাজার স্হাপনকরা সহ বিভিন্ন অনিয়ম করার অপরাধে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।। এসময় ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম বিভিন্ন পেশায় কর্মরত ব্যবসায়ীদের সতর্ক করে বিভিন্ন নির্দেশনা দেন। এবং তিনি আরও বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।