জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম মুহম্মদ আলতাফ হোসেন এর রুহের মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা পটুয়াখালী জেলা কমিটির আয়োজনে ২১ নভেম্বর বৃহস্পতিবার রাত ৯ টার সময় এফপিএবি পটুয়াখালীর ভবনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
উক্ত স্মরণসভায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ মমিনুর রশিদ শাইন, ভারপ্রাপ্ত সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ,জাতীয় সাংবাদিক সংস্থা।
এসময়এ স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুহাম্মদ কামরুল ইসলাম, মহাসচিব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ,জাতীয় সাংবাদিক সংস্থা।এছাড়াও এসময় লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়,পটুয়াখালীর সাবেক প্রধান শিক্ষিকা জাহানারা বেগম'র সভাপতিত্বে ও জাতীয় সাংবাদিক সংস্থা পটুয়াখালী জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ফিরোজ আহম্মেদ'র সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ খাইরুল ইসলাম ও মোঃ জামাল হোসেন, সহ-সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ,জাতীয় সাংবাদিক সংস্থা, মোঃ আবদুল মজিদ ও মোঃ কাজী মাহমুদুল হাসান, যুগ্ন মহাসচিব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ,জাতীয় সাংবাদিক সংস্থা, মোঃ আতিকুর রহমান আজাদ এবং মোঃ হাসান সরদার জুয়েল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ,জাতীয় সাংবাদিক সংস্থা ও মোঃ রাসেল সরকার, সাংগঠনিক সচিব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, জাতীয় সাংবাদিক সংস্থা।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা পটুয়াখালী জেলা কমিটির সভাপতি মোল্লা নাসির উদ্দিন, পটুয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন নাহার, জাতীয়