
সিলেটে ওসমানী হাসপাতালে দালাল চক্রের ৭ সদস্যকে আটক করেছে আনসার সদস্য।
বৃহস্পতিবার ( ২১ নভেম্বর) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে দালাল চক্রের ৭ সদস্যকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২১ নভেম্বর,রাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,বৃহস্পতিবার ( ২১ নভেম্বর) রাতে সিলেট জেলার সদর উপজেলার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টহলরত আনসার সদস্যরা দালাল চক্রের ৪ জন মহিলা ও ২ জন পুরুষ সদস্যকে এবং ২০:০০ ঘটিকায় এক জন মোবাইল চোর সহ মোট ৭ জনকে আটক করেন। পরবর্তীতে আটককৃতদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ডিআই/এসকে