
পটুয়াখালী সদর উপজেলায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে,২০ নভেম্বর বুধবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালী সদর, পটুয়াখালী’র আয়োজনে এ উপজেলা পরিষদের হল রুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, জেলা প্রশাসক, পটুয়াখালী।
এসময় এ অনুষ্ঠানে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষিবীদ মোহাম্মদ নজরুল ইসলাম, উপ- পরিচালক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালী। এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে এসময় স্বাগত বক্তব্য রাখেন কৃষিবীদ মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার, পটুয়াখালী সদর,পটুয়াখালী।প্রসঙ্গত:
পটুয়াখালী সদর উপজেলা কৃষি অধিদপ্তর এর মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে মশুর, মুগ, খেসারি, পিয়াজ, সয়াবিন, চিনা বাদাম, সূর্যমুখী, সরিষা, ভুট্টা, গম ও ফেলন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ মোস্তাফিজুর রহমান গণমাধ্যমের প্রতিনিধিদের জানান পর্যায়ক্রমে সর্বমোট ৯০০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হবে। আর এদিন দেখা যায় সরিষা চাষীদের ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০কেজি এম ও পি সার, ভুট্টা চাষীদের ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, গম চাষীদের ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, পিয়াজ চাষীদের ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, মশুর চাষীদের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, খেসারি চাষীদের মাঝে ৮ কেজি বীজ,১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।