বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নড়াইল ভিক্টোরিয়া কলেজ শাখার ১৯ জন বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. গোলাম মোর্তজাকে আহবায়ক ও মো. মিনহাজুল ইসলাম কে সদস্য সচিব করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে নড়াইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক নাদিম খান স্বাক্ষরিত আগামী ৬ মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এ কমিটিতে তামান্না ইসলাম তমাকে যুগ্ম সদস্য সচিব ও সোয়েব আহম্মেদকে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে। কমিটির অন্যরা হলেন, যুগ্ম আহবায়ক মো. সাব্বির রহমান, মোছা. মরিয়ম খানম, ইমতিয়াজ শাওন, মো. সুমন শিকদার, মো. লিমন মোল্যা, কার্যকারী সদস্য, মো. জান্নাত ইসলাম, মো. হাসান, মো. মুস্তাইন মোল্যা, মো. মেজবাহ উদ্দিন, মো. মিন্টু শেখ, আজাহারুল ইসলাম তামজিদ, মো.ছাকিব, সংকর দাশ, মো. রিয়াজ মন্ডল, মাহামুদ আফ্রিদি। জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ বলেন, দলকে গতিশীল করার লক্ষ্যে আগামী ৬ মাসের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।