
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার, পবিপ্রবি অফির্সাস এসোসিয়েশনের সাবেক
সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দিন বাদল এর পিতা মোঃ কেতাব আলী আকন রাত ২.৪৫ মিনিটের সময় দুমকির নিজ বাড়িতে র্বাধক্য জনিত কারনে ইন্তেকাল করেন।
ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স
হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে স্ত্রী চার ছেলে দুই মেয়ে নাতী নাত্নী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে
পবিপ্রবির অফির্সাস এসোসিয়েশন ও শিক্ষক সমিতি এবং দুমকি প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন হাওলাদার , সাধারন সম্পাদক,কেএম আনোরুজ্জামান চুন্নু শোক জানিয়ে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুম কেতাব আলী আকন এর আত্মার মাগফিরাত কামনা করেছেন। অপরদিকে দুমকির শ্রীরামপুর ইউপির দক্ষিন
শ্রীরামপুর গ্রাম নিবাসি মরহুম এ্যাডভোকেট হারুন অর রশীদের স্ত্রী দুমকি ইসলামিয়া বালিকা মাদ্রাসার সিনিয়র
শিক্ষক ফাহমিদা খানম ভারতের চেন্নাইতে চিকি সারত অবস্থায় মৃত্যুবরন করেন ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি
রাজিউন।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৫ বছর সে এক ছেলে রেখে গেছেন। অন্যদিকে দুমকির শ্রীরামপুর ইউপির
চরবয়ড়া গ্রামের সমাজসেবক মোঃ জয়নাল আবেদিন মৃধা র্বাধক্য জনিত কারনে মৃত্যুবরন করেছেন। মৃত্যুকালে তার
বয়স হয়েছিল ৭০ বছর।
।