ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬
আমতলীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নোয়াখালীর আহবায়ক রনি,সচিব দ্বীপ
নওগাঁতে আলোকিত পত্রিকা’র প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত
নিশ্ছিদ্র নিরাপত্তায় লাঙ্গলবন্দ স্নানোৎসব:আনসার বাহিনীর ব্যাপক তৎপরতা
জেলে থাকা আ’লীগ নেতাকর্মীদের নামে ঈদ বোনাস পাঠালেন সাবেক এমপি তুহিন
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’
৪০ বছর পরে গুণীজন সংবর্ধনা
নেত্রকোনায় শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা
পটুয়াখালীতে কারারক্ষীর জানাজায় উপস্থিত হলেন অতিরিক্ত কারা মহা পরিদর্শক
পূর্ব মালঞ্চ মধ্যপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন :সভাপতি হাসান, সম্পাদক লতিফ
সীমান্তে বাংলাদেশী ভেবে বিএসএফের গুলি ভারতীয় নাগরিকের মৃত্যু
নৌকার উপর গান বাজিয়ে অস্ত্র প্রদর্শন-নাচানাচি: সেনা অভিযানে ডেঞ্জার গ্যাংয়ের ১৬ সদস্য আটক

ঝালকাঠিতে মাছের পরে এবার হাঁসের সাথে শত্রুতা, বিষ প্রয়োগে মেরে ফেলা হয়েছে ৬০ টি হাঁস

ঝালকাঠিতে মাছের পরে এবার হাঁসোর সাথে শত্রুতা করা হয়েছে। অজ্ঞাত দুর্বৃত্তদের দেওয়া ধানের সাথে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে ৬০ টি ডিম পাড়া হাঁস। এতে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগড়বাড়ি গ্রামে হুজাইফা এগ্রো ফার্মে রবিবার দিবাগত রাত ১২ টার পরে এ ঘটনা ঘটে। এর এক মাস পূর্বে একই মালিকের মাছের ঘেরে বিষ প্রয়োগ করে তিন লাখ টাকার মাছ মেরে ফেলে দূর্বৃত্তরা। হাঁস মেরে ফেলার ঘটনায় ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

হুজাইফা এগ্রো ফার্মের মালিক নাসরিন আক্তার জানান, গত পাঁচ মাস পূর্বে ৯০ ফুট লম্বা ও ৩০ ফুট চওড়া একটি সেড করে হাঁস পালন শুরু করেছেন তিনি। এক হাজার হাঁস ছিল খামারে। এর মধ্যে প্রায় সাড়ে পাঁচশত হাঁসে ডিম পাড়া শুরু করেছে। সাথে একটি মাছের ঘের রয়েছে তার। দূর্বৃত্তরা সেড এর বেরা কেটে ধানের সাথে বিষ মিসিয়ে হাঁসকে খেতে দেয় । বিষাক্ত ধান খেয়ে প্রায় শতাধিক হাঁস অসুস্থ হয়ে পরে। সোমবার সকাল সারে ৭ টার দেখতে পেরে চিকিৎসকের পরর্মশ নেয়া হয়। এর মধ্যে ৬০ টি হাঁস মারা যায়। রাতের আধারে কে বা কাহারা বিষ প্রয়োগ করে হাঁস মেরেয়ে তা যানা যায়নি। বর্তমানে নাসরিন আক্তার ও তার ননদ সুলতানা জুথি তাদের দুইজন শিশু সন্তান নিয়ে ওই বাড়িতে বসবাস করায় নিরাপত্তাহীনতায় রয়েছেন।

নাসরিন আক্তার বলেন,‘ প্রায় একমাস পূর্বে আমাদের মাছের ঘেরে বিষ প্রয়োগ করে তিন লাখ টাকার মাছ মেরে ফেলেছে দূর্বৃত্তরা। আবার এখন বিষ প্রয়োগ করে ৬০ টি মারা হয়েছে। আমি এর বিচার চাই। একই সাথে এ ঘটনায় জরিতদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবি করছি।

ঝালকাঠি সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন,‘ আমরা এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ