ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ

অভিবাসন কারিগরি শিক্ষা ও শোভন কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে “ওকাপ” কাজ করে যাচ্ছে

ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মঈন উদ্দীন বলেছেন, বৈদেশিক কর্মস্থানের সুযোগ সৃষ্টি, নিরাপদ ও ন্যায়সঙ্গত অভিবাসন ব্যবস্থা প্রবর্তনসহ সকল অভিবাসী কর্মী ও তাদের পরিবারের অধিকার নিশ্চিত করতে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) যে উদ্যোগ নিয়েছে সেটা প্রশংসার দাবিদার। তিনি বলেন, অভিবাসীরা কারিগরি শিক্ষা ও শোভন কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) কাজ করে যাচ্ছে। আমরা মনে করি প্রবাসীদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। প্রবাসীদের প্রতারনা এবং মানবপাচারের মতো ন্যাক্কারজন কর্ম থেকে বিরত থাকার আহবান জানান। তিনি আরো বলেন, জীবনের তাগিদে ছেলে-মেয়ে ও পরিবারসহ সকলকে ছেড়ে অভিবাসী হয়ে কাজ করতে গিয়ে প্রতানার শিকার হওয়াটা অনেক কষ্টকর।প্রতারক বা মানবপাচারকারীর মাধ্যমে অভিবাসী না হয়ে সরকারের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে বৈদেশিক কর্মস্থানে গমনে আমাদের সচেতন হতে হবে। গতকাল (১৯নভেম্বর ২০২৪) মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) আয়োজিত কোয়ালিশন ফর ফেয়ারার লেবার মাইগ্রেশন প্রোমোটিং ইফেকটিভ, রেস্পন্সিভ অ্যান্ড ইনক্লুসিভ গভর্নেন্স ইন বাংলাদেশ(পেরি) গ্রোগ্রাম, বিজ্ঞ বিচারক, আইনজীবী ও অন্যান্য অংশীজনদের নিয়ে বৈদেশিক কর্মস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০০৩ এবং মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ রেজাউল করিম, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আয়েশা আক্তার সুমি, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ। এসময় জজশীপ ও ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এবং আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন আব্দুল্লাহ আল মামুন।

শেয়ার করুনঃ