
রামুতে ডাকভাঙা বাংলাদেশ শিক্ষা প্রকল্পের প্রকল্প সমন্বয়ক জুয়েল তালুকদারের বিরুদ্ধে লাঞ্ছিত ও অপমানিত হওয়ার অভিযোগ তুলেছেন ডাকভাঙা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দুই নারী শিক্ষক।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে কাউয়ারখোপ ইউনিয়নের মইষকুম কার্যালয়ের সামনে শহীদ মিনারে এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী দুই নারী শিক্ষক। তাঁরা অভিযুক্ত জুয়েল তালুকদারের শাস্তির দাবি জানান।
মানববন্ধনে ডাকভাঙা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তৈয়বা বেগম বলেন- গত ১৭ নভেম্বর তাঁদেরকে ডেকে নিয়ে জুয়েল তালুকদার তিন ঘন্টা রুমে আটকে রাখেন।নানা ধরণের হুমকি দিয়ে হেনস্তা ও লাঞ্ছিত করে খালি সাদা কাগজে স্বাক্ষর নেন। এবং চাকুরিচ্যুত করা হবে বলে হুঙ্কার দেন।
ডাকভাঙা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম ও ইউপি সদস্য আবুল ফজল বলেন- এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। জুয়েল তালুকদার একজন লম্পট ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে বক্তারা তার অপসারণ এখন সময়ের দাবি বলে জানান। বিগত সময়ে অবৈধ আওয়ামী সরকারের ক্ষমতার দাপট দেখিয়ে তিনি লাখ লাখ টাকা লুটপাট করেছে। তাঁর কারনে অবহেলিত এলাকার শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দারপ্রান্তে।
এদিকে মানববন্ধন শেষে এ ঘটনায় জুয়েল তালুকদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী সহকারি শিক্ষিকা তৈয়বা বেগম ও ছালেহা আক্তার। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র অভিভাবকসহ একাবাসী উপস্থিতি ছিলেন।