
এম,শাহজাহান,শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুর জেলার নবাগত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির মহোদয়ের সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। ১৯ নভেম্বর মঙ্গলবার, পুলিশ সুপার মহোদয় বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয়কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় পুলিশ সুপার মহোদয় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও তদন্ত কার্যক্রম ত্বরান্বিত রাখতে জেলা পুলিশের সাথে বিচার বিভাগের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড় ভাবে কাজ করার আশা প্রকাশ করেন। সাক্ষাৎকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূইয়াসহ, বিজ্ঞ বিচারকবৃন্দ ও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।