
নড়াইল সদর উপজেলায় ২০২৪-২৫ রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে।
এছাড়া কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে নড়াইল সদর উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস আয়োজিত এক অনুষ্ঠানে শতাধিক কৃষকের মধ্যে এসব বীজ বিতরণ করা হয়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৌরভ দেবনাথ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমা ইয়াসমীন, সূবীর বিশ্বাস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা একে এম মামুনুর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার প্রমুখ। নড়াইল সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক শতাধিক কৃষকের মধ্যে জনপ্রতি দুই কেজি করে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হয়। কৃষি অফিস সূত্রে জানা যায়, নড়াইল পৌরসভা ও সদর উপজেলার ১২টি ইউনিয়নে মোট ৭ হাজার ৫ শত কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ করা হবে।
এছাড়া ১,৫৫০ জন কৃষকের মাঝে হাইব্রীড জাতের শাকসবজির বীজ ও রাসায়নিক সার, ৮ শত কৃষকের মাঝে উচ্চ ফলনশীল জাতের শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।