বিরামপুর পৌর শহরে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। গুরুত্বর আহত শিশুটিকে দিনাজপুর এম,আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত বৃদ্ধ ইনছান আলী (৬৫) পলাতক রয়েছে।
রবিবার (১৯ নভেম্বর) ১১টার দিকে দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের মির্জাপুর এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার এসআই এরশাদ মিয়া জানান, রবিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে বিরামপুরস্থ মির্জাপুর নূরানী কালিমুল মাদ্রাসা থেকে শিশুটি বাড়ী ফিরছিল। বাড়ি ফেরার পথে শিশুটিকে একা পেয়ে বিরামপুর বিজুল মাগুরাপাড়া গ্রামের মৃত: রিয়াদ আলীর ছেলে কাঠমিস্ত্রী বৃদ্ধ ইনছান আলী (৬৫) পৌর শহরের মির্জাপুরস্থ পারভেজ নার্সারীতে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে অভিযুক্ত বৃদ্ধ কাঠমিস্ত্রী ইনছান আলী পালিয়ে যায়।
স্থানীয়রা তাৎক্ষণিক শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) নিলে কর্তব্যরত চিকিৎসক জাকিরুল ইসলাম শিশুটির অবস্থা গুরুত্বর দেখে তাকে দুপুর ১টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে তিনি জানান। (৭) বছর বয়সী ঐ শিশুটি বিরামপুর পৌর শহরের মির্জাপুরস্থ নূরানী কালিমুল মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্রী।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, এ ঘটনায় শিশুটির মা থানায় অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে জন্য পুলিশী অভিযানে অব্যাহত রয়েছে।