
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সংবাদকর্মীদের সংগঠন সরাইল সাংবাদিক পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোশারফ হোসাইন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে ইউএনও’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শুরুতে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সরাইল সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দ।
সভায় সরাইল সাংবাদিক পরিষদের সভাপতি ও দৈনিক এই আমার দেশ পত্রিকার সহকারি সম্পাদক মীর মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক নওরোজ পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল মমিন, সহ সভাপতি ও দৈনিক অগ্নিশিখা পত্রিকার জেলা প্রতিনিধি কামাল পাঠান, সাধারণ সম্পাদক ও দৈনিক এই আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মো: ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মো: শওকত আলী, সহ-সম্পাদক ও দৈনিক অগ্নিশিখা পত্রিকার বিশেষ প্রতিনিধি মো: জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক ও একাত্তর বাংলা টিভির উপজেলা প্রতিনিধি মোঃ আলী, দপ্তর সম্পাদক ও দৈনিক শেষ সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক ও সকালের খবর ২৪.কম নিউজ পোর্টালের উপজেলা প্রতিনিধি উজ্জল মিয়া (মুরাদ আল হাসান), প্রচার সম্পাদক ও দৈনিক এই আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি রৌনাক খান উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন বলেন, নিরাপদ ও দাঙ্গা মুক্ত সরাইল উপজেলা গঠনের লক্ষ্যে আমি কাজ করতে চাই। এছাড়াও মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ ও বাল্যবিবাহসহ সামাজিক নানা বিষয়ে কাজ করে সুন্দর একটি সমাজ সকলকে উপহার দিতে চাই। এক্ষেত্রে তিনি সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষদের সহযোগিতা কামনা করেছেন।