
মাদকের ভয়াল থাবা থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পঞ্চগড়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার তালমা রিভার ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ সাগর যুব কল্যাণ সংঘের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কামাত কাজলদিঘী ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।
সভায় কামাত কাজলদিঘী ইউনিয়নের কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।