ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মোহাম্মদপুরে সাড়াশি অভিযান,গ্রেফতার ৬
বনশ্রীতে নারী সাংবাদিককে যৌন হয়রানি-হেনস্তা, গ্রেফতার ৩
নোয়াখালীতে জমজ ২ দুই বোনকে ধর্ষণ
শিক্ষক হত্যা:১৩ বছর ছদ্মবেশে আত্মগোপনে,গ্রেফতার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী
কলাপাড়ায় যুবককে পেটালেন সেনা সদস্য: হাসপাতালে কাতরাচ্ছেন আহত মিশকাত, থানায় অভিযোগ
গ্রামের মানুুষ ধানের শিষে ভোট দিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনতে চায় : বিএনপি নেতা হাজী আল মামুন
পাঁচবিবিতে লীলা কীর্তনে অর্ধ লক্ষ টাকা সহায়তা দিলো ছাত্রনেতা ‘শামীম’
ঈদের তৃতীয় দিনে পর্যটকে কনায় কানায় পরিপূর্ন কুয়াকাটা সৈকত
কলাপাড়ায় গভীর রাতে বসতঘর থেকে গৃহবধূ নিখোজ, জনমনে নানা প্রশ্ন হত্যা না গুম
মিরসরাইয়ে এসএসসি ২০০২ ব্যাচের আবুতোরাব স্কুলের ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা
কালিগঞ্জের কিষান মজদূর একাডেমী’র হীরক জয়ন্তী উদযাপন 
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত : আটক ২
নান্দাইলে সালিশের আহবায়কের বাড়ি-ঘরে হামলা ভাংচুর ও লুটপাট , থানায় অভিযোগ দায়ের
আমতলীতে ওয়ার্ড বিএনপির সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের খেলার মাঠ দখল
নান্দাইলে এস.আর.বি ইটভাটায় জিম্মি থাকা ২০ জন শ্রমিককে উদ্ধার: আটক ২

পঞ্চগড়ে টাকা আত্মসাতের অভিযোগ আ’লীগ নেত্রী সাকীর বিরুদ্ধে

পঞ্চগড়ে অস্তিত্বহীন নিজের একই প্রতিষ্ঠানে জেলা পরিষদের বার বার বরাদ্দ, মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানসহ প্রায় ২০ লাখ টাকা আত্মাসাতের অভিযোগ উঠেছে-পৌর কৃষকলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের সদস্য আকতারুন নাহার সাকীর বিরুদ্ধে।

এর আগেও তার বিরুদ্ধে প্রকল্প বরাদ্দ দিয়ে ৫০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগে সংবাদ প্রকাশ হলেও, ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন। যদিও অভিযুক্ত এই নারী নেত্রী বলেছেন, বরাদ্দের টাকা দিয়ে কাজ করেছি। অস্তিত্বহীন প্রতিষ্ঠানে বরাদ্দের বিষয়ে জানান, প্রতিষ্ঠানগুলো স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পের যে অর্থ উত্তোলন করা হয়েছে, সেটা দিয়ে আসবাবপত্র ক্রয় করি।

স্থানীয় সচেতন নাগরিকরা জানান, আওয়ামীলীগের এই নেত্রী এক সময়ে বিএনপি সমর্থিতা ছিলেন। ২০০৮ সালে জাতীয় নির্বাচনের পর ভোল পাল্টে হলেন আওয়ামীলীগার। একে একে হলেন- স্বেচ্ছাসেবকলীগের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, জেলা আওয়ামীলীগের সদস্য, পৌর কৃষক লীগের সভাপতি এবং জেলা পরিষদের সদস্যও। দলীয় প্রভাব খাটিয়ে করে বসলেন চারটি প্রতিষ্ঠান। সেখানে বরাদ্দ নিয়ে লুটপাট করেছেন, প্রায় ২০ লাখ টাকারও বেশী।দূর্নীতি দমনসহ প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানিয়েছেন তারা।

জানাযায়, জেলা পরিষদ থেকে অর্থ বছর ২০১৭-১৮ থেকে ২০২১-২২ অর্থ বছর পর্যন্ত আওয়ামীলীগের এই নেত্রী তার নিজের প্রতিষ্ঠান মারেয়া মহিলা সমিতির নামে তিন দফায় সাড়ে ছয় লাখ, পরস্পর মহিলা সমিতির নামে দুই দফায় চার লাখ, পরস্পর মাদক নিরাময় কেন্দ্রের নামে দুই বারে পাঁচ লাখ, পরস্পর গ্রন্থাগার নামে দুই লাখ টাকা বরাদ্দ নিয়েছেন। এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে অনুদান নিয়েছে পরস্পর মহিলা সমিতির নামে দুই দফায় ৯০ হাজার, মারেয়া সমিতির নামে ৪০ হাজার টাকা।

সরজমিনে গিয়ে জানাযায়, বোদা উপজেলার মারেয়া এলাকায় শ্রী মনি ভূষনের কাছে ছয় শতক জমি ক্রয় করেন, পঞ্চগড় শহরের ডোকরোপাড়া এলাকার আকতারুন নাহার সাকী। তার পর একটি ঘর তুলে নাম দেয় মারেয়া মহিলা উন্নয়ন সমিতি। এলাকাবাসীরা বলেন, ঘরটি সবসময় বন্ধ থাকে, বছরে দুই একবার খুলতে দেখা যায়। পরস্পর মাদক নিরাময় কেন্দ্র ও পরস্পর গ্রন্থাগারটি কোথাও খুঁজে পাওয়া যায়নি। তবে পরস্পর মহিলা সমিতি ওই নারী নেত্রীর বাড়িতে।

অপসারিত জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ জানান, প্রকল্পের অর্ধেক টাকা নিয়ে কাজ করার পর, বাকী বিল তোলার নিয়ম। আমি পরিষদে আসার পর ওই নামের স্ক্রীমগুলোতে বরাদ্দ দেওয়া হয়নি। যা বরাদ্দ দিয়েছে আগের চেয়ারম্যান।

শেয়ার করুনঃ