ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার
বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান
কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 
আমতলীতে দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে মিথ্যা ধর্ষণ মামলা, বাদী গৃহবধূ রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ
রাজাপুরে সেতু আছে নেই সংযোগ সড়ক নেই: অপচয় এক কোটি ৬৯ লাখ টাকা
বোদায় খালে পড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু
রূপসায় গুলি ও মাদকসহ যুবক আটক
মাধবপুরে চার আসামির মৃত্যুদণ্ড
এবার পহেলা বৈশাখে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থার পরিকল্পনা:ডিএমপি কমিশনার

সরাইলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। এ সময় মাদক বহন কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করে পুলিশ। শনিবার ভোর রাতে উপজেলার নোয়াগাও ইউনিয়নের বাড়িউড়া বাজারের পূর্ব দিকের হাতির পুলের দক্ষিণ পাশে ঢাকা-সিলেট মহাসড়কের উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সরাইল উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কুট্টাপাড়া গ্রামের মৃত জাফর ঠাকুর এর ছেলে ইমন ঠাকুর ও বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে রিপন মিয়া। এই বিষয়ে সরাইল থানা সুত্রে জানা যায়, সরাইল উপজেলার পাশ্ববর্তী বিজয়নগর উপজেলায় ভারতের সাথে সীমান্ত এলাকা রয়েছে। ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে বিশ্বরোড মোড় হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ও সরাইল উপজেলায় মাদক সহজেই ঢুকে যায়।

সরাইল উপজেলা আইন শৃঙ্খলা সভাসহ বিভিন্ন সেমিনারে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ঠ দপ্তরের তদারকির অভাবে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার বেশীরভাগ পাড়া-মহল্লা এখন মাদকের সাম্রাজ্য গড়ে উঠেছে। বর্তমানে নারী পুরুষে পাশাপাশি অর্থের লোভে কিশোর যুবকরাও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় এ উপজেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রয়েছে। স্থানীয়রা বলছেন, মাদক প্রতিরোধে মাঝে মধ্যে বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যদের অভিযান চলে।এছাড়া প্রশাসনিক ভাবে তেমন কোনো পদক্ষেপ নেই।

সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রফিকুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এই কর্মকর্তা আরো জানান, কোন কোন ব্যক্তি এই মাদকের সাথে জড়িত হয়ে ব্যবসা করছে সেটা আমরা তদন্ত করছি। মাদকের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান অব্যাহত আছে। এছাড়া সকল আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছেন মাদককে জিরো টলারেন্স নামানোর। মাদক সেবনের দায়ে যারা গ্রেপ্তার হচ্ছেন তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়ার ব্যবস্থা করা হবে।

শেয়ার করুনঃ