মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে সৌর বিদ্যু চালিত পাম্পের মাধ্যমে সেচ সংযোগ গ্রহণের গ্রাহক উদ্বুদ্ধকরণ ও গ্রাহক সমবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাডে় ৪ টায় দিনাজপুর পল্লি বিদ্যু সমিতি ২ এর আয়োজনে সিংড়া ইউনিয়ন পরিষদ হলরুমে ৩ নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেনের সভাপতিত্বে ও ওয়ারিং পরির্দশক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এক সমবেশ অনুষ্ঠিত হয়। ◌্অনুষ্ঠিত সমবেশে প্রধান ◌্অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর পল্লী বিদ্যুতায়ন র্বোডের র্নিবাহী প্রকৌশলী হাবিবুর রহমান । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর পল্লি বিদ্যু সমিতি ২ এর জিএম প্রকৌশলী বিপুল কৃষ্ণ মন্ডল, পল্লি বিদ্যু সমিতি ২ এর ঘোড়াঘাট জোনাল অফিসের ডিজিএম কামরুজ্জামান, রানীগঞ্জ সাব জোনাল
অফিসের এ জি এম মোহাম্মদ মেহেদী হাসান দিনাজপুর পল্লি বিদ্যু সমিতি ২ এর সমিতি র্বোড সভাপতি গোলাম কায়সার টিপু, প্রমুখ। সমাবেশে প্রধান অতিথি বলেন, সৌর বিদ্যু চালিত পাম্পিং সিস্টেমের মাধ্যমে কম খরচে পানি সরবরাহ, উ পাদিত বিদ্যু গ্রীডে বিক্রি করে অতিরিক্ত আয়, পানির স্তর নিচে নেমে গেলেও পানি উত্তোলনে সুবিধা, যথাযথ রক্ষণাবেক্ষণ করলে ২০ বছর র্পযন্ত জ্বালানি খরচ লাগবেনা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ বিষয়ক আলোচনা করা হয়। কৃষকের জন্য র্নিধারিত পাম্প প্যাকেজের মূল্যের ১০ শতাংশ মূল্য পাম্প ক্রয়ের চুক্তিপত্র স্বাক্ষরের সময় এককালীন পরিশোধ করতে হবে।বাকি ৯০ শতাংশ মূল্য এক বা একাধিক কিস্তিতে র্সবোচ্চ ১০ বছরে পরিশোধ করতে পারবেন। উল্লেখ্য, বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন র্বোড (বাপবিবো) জিওবি, বাপবিবো
এবং এডিবি র্অথায়নে ২১ টি জেলার ৩২ টি পল্লি বিদ্যু সমিতির আওতায় ৫ টি ক্যাটাগরির ২ হাজার সৌর বিদ্যু চালিত অগভীর সেচ পাম্প স্থাপন করা হয়েছে।