
আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা
কালিগঞ্জে রূপান্তরের আয়োজন উপজেলা পর্যায়ে যুব ফোরাম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বেলা ১০ টায় অফিসার্স ক্লাবে দিন ব্যাপী সভায় রুপান্তরের গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও রুপান্তরের দীপ শাহার সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্যে রাখেন উপজেলা সমাজসেবা অফিসার শহিদুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরার হোসেন, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি ও শেখ আনোয়ার হোসেন প্রমুখ। এসময় উপজেলার ১২ টি ইউনিয়নের যুব প্রতিনিধির উপস্থিতিতে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।