
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে নবাগত পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের সঙ্গে উপজেলা ,পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।আজ ১৭ ই নভেম্বর রবিবার বিকেলে পাঁচবিবি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের সঙ্গে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ও ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাবেক থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বিএনপি নেতা রেজাউল করিম, পৌর বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসানাত মন্ডল হেলাল ও যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের নেতা আনিসুর রহমান আনিছ, উপজেলা যুবদলের নেতা নয়ন প্রধান, মামুন হোসেন, মিজানুর রহমান,কারিমুল ইসলাম রাজ হোসেন, যুবনেতা শফিকুল ইসলাম, কৃষক দলের উপজেলা আহবায়ক রাহিদ হোসেন, যুগ্নু আয়াবায়ক, আমিনুল ইসলাম বাবু, পৌর আহ্বায়ক ফরহাদ হোসেন লিটন, সদস্য সচিব, সানোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক, নুরুজ্জামান মন্ডল, সদস্য সচিব গোলাম নাসির বিপ্লব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব রানা হোসেন রাব্বি, সিনিয়র যুগ্ম আহবায়ক মনজুরুল রাকিব,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, ফয়সাল হোসেন আপেল, যুগ্ন আহ্বায়ক, আইয়ুব আলী, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম নয়ন, মহিপুর কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ঈমানুর রহমান, যুগ্ম আহবায়ক এহসানুল হক মিলন সহ বিএনপির উপজেলা পৌর ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।