ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

বিএনপি সবসময়ই শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে: বিএনপি নেতা আজিজুল বারী হেলাল

চন্দন ভট্টাচার্য্য, রূপসা (খুলনা) প্রতিনিধিঃ বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন ,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্পষ্ট নির্দেশনা; বিএনপিতে কোনো দুর্বৃত্তের জায়গা হবে না। কেউ যদি বিএনপি ও অঙ্গসংগঠনের নাম কিংবা ব্যানার ব্যবহার করে জানমালের ক্ষতি করে, তাদের তালিকা আমাদের দিন। তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব।

সম্প্রীতির বাংলাদেশ গড়তে দিন-রাত কাজ করছে বিএনপি। এ দেশে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে কিছু নেই। আমাদের সবারই এক ও অভিন্ন পরিচয়, আমরা সবাই বাংলাদেশি।রবিবার (১৭ নভেম্বর ) বিকালে রূপসা ঘাট এলাকায় তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বির্নিমান সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি আরো বলেন, সত্যিকারের শহীদ জিয়ার সৈনিকরা কখনও সহিংসতা, দখলবাজি ও চাঁদাবাজি করে না। যারা এগুলো করে তাদের স্থান বিএনপিতে নেই। দীর্ঘ ১৭ বছরে বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই যে অত্যাচারিত হয়নি। তারপরও আমরা সবকিছু ভুলে কোনো সহিংসতার পথে যায়নি। বিএনপি সবসময়ই শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে।অগণিত জীবনের বিনিময়ে পাওয়া এ গণতন্ত্র ধ্বংস হতে দেওয়া যাবে না। স্বৈরাচার হাসিনার দোসররা দেশকে অস্থিতিশীল করতে তৎপর, তাদের রুখে দিতে সবাইকে সোচ্চার এবং সজাগ থাকতে হবে। প্রতিশোধ ও প্রতিহিংসা ভুলে শান্তিপূর্ণ দেশ গড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় এ নেতা।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তৃতা করেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা।বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহানগর বিএনপির সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, সাবেক যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, মোল্লা খাইরুল ইসলাম, জুলফিকার আলী জুলু, এনামুল হক সজল।উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচীব জাবেদ হোসেন মল্লিক এবং উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল মীর এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. মনিরুজ্জামান মন্টু, জিএম কামরুজ্জামান টুকু, উজ্জ্বল কুমার সাহা,বিকাশ মিত্র,কালাম গোলদার, রয়েল আজম, মহিউদ্দিন মিন্টু, আনোয়ার হোসেন খান, দিদারুল ইসলাম,আজিজুর রহমান, কবীর শেখ, যুব দলনেতা রিয়াজুল ইসলাম মোল্লা, বাদশা জমাদ্দার, আ:মালেক শেখ, আনিসুর রহমান, মিকাইল বিশ্বাস, মুন্না সরদার, লাবু মেম্বর, শফিকুল ইসলাম বাচ্চু শফিকুল ইসলাম বকুল, শাহাবুদ্দিন ইজারাদার, মোশারফ হোসেন, আসাদুজ্জামান বিপ্লব, শাহ জালাল লস্কর, মো:আরিফুর রহমান, খন্দকার শরিফুল ইসলাম, সেলিম শেখ, কাজী আ:হাকিম, শামীম হাসান,ছাত্রদল নেতা কাজী জাকারিয়া, আবু সাইদ প্রমৃখ।

শেয়ার করুনঃ