
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিবছরের ন্যায় মাওঃ আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।জ্ঞান বিশ্ব শান্তি ও বিশ্ব ভ্রাতৃত্বের জন্য আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার নির্যাতিত নিপীড়িত গণমানুষের মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী স্বপ্ন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে বীরনগর মাওলানা ভাসানী এতিম শিক্ষা কেন্দ্র ও আলেমা খাতুন ভাসানী মুসাফির খানা প্রাঙ্গনে আজ ১৭ ই নভেম্বর রবিবার দুপুরে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৌলানা ভাসানী স্বপ্ন বাস্তবায়ন পরিষদের আহবায়ক মনোয়ার চৌধুরী মেরিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বালিঘাটে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু তালেব চৌধুরী বাবু, সমিরননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় অবসরপ্রাপ্ত শিক্ষক সাঈদ ইবনে আলী, ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি ছায়েম উদ্দিন সরদার ও সাধারণ সম্পাদক মোঃ লাবু সরদার ও ভাষাটি স্বপ্ন বাস্তবায়ন পরিষদের সদস্য স্বদেশ চৌধুরী প্রমূখ। শেষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মোঃ রাকিবুল ইসলাম।