
নাঈম হোসেন রায়পুর স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর কেরোয়া মোল্লা মোহাম্মদ আব্দুল কাদের একাডেমী বিজ্ঞান ও প্রযুক্তি উদ্বোধন এই সমৃদ্ধি প্রতিপাদ্যকে সামনে রেখে ২য় আন্ত: বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৪ ইং অনুষ্ঠিত হয়েছে।১৬ নভেম্বর ( শনিবার) সকাল দশটায় মোল্লা মোহাম্মদ আব্দুল কাদের একাডেমির তৃতীয় তলায় এ মেলা উদযাপিত হয়।এ সময়ে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার সর্বসাধারণ মোট ২৪টি স্টলের প্রায় ৫০ টি এর অধিক প্রজেক্ট প্রদর্শনীতে হয়। এতে শিক্ষার্থীদের নিজস্ব চিন্তা দক্ষতার বহিঃপ্রকাশ ঘটে। প্রদর্শনীতে যারা স্টল নিয়ে আসেন তাদের মধ্যে মুনতাহা(৯ম শ্রেণি) জলবায়ু পরিবর্তন, মেহজাবিন (৯ম) সেভ আর্থ, লামিয়া (৯ম) এসিড বৃষ্টি, সামির (৯ম) হাইড্রোজেন ব্রিজ ওয়াটার ওয়াটার ডিসকাশন, ইয়াকিল (৯ম), রিফাত (৯ম)গ্রীন হাউজ, আইমন (৯ম) বাংলাদেশের বনায়ন্ট Mpvs কার, ইফাদ( ৭ম) সোলার প্যানেল, ওহাব (৭ম) রেইন এলার্ম ও ভূমিকম্প এলার্ম, আরাফাত (৭ম) ডিজিটাল কার, রাইসা (৮ম) পলিউশন ওয়ার্ক মডেল, প্রমি( ৮ম) পরিকল্পিত নগর,মেহরাব (৮ম) কভিটেবল সিটি, কামরুল( ৮ম) সমাট লাইটিং হোম, সিয়াম (৮ম) লেজার এলার্ট, ইয়ামিন( ৮ম)ঘূর্ণিঝড় সিগন্যাল নাইট বাল্ব, এনামুল কবির (৬ষ্ঠ) ডালাই মেশিন স্পিডবোর্ড, আলিশা( ৬ষ্ঠ) আদর্শ গ্রাম, সাইফা( ৬ষ্ঠ) উন্নত গ্রাম, মুসকান( ৬ষ্ঠ) স্মার্ট বিদ্যালয়, ফাহিমা (৬ষ্ঠ) ব্লেন্ডার মেশিন, আয়শা( ৬ষ্ঠ) স্মার্ট গ্রাম, রুমি (৭ম) সাইক্লোস্কোপ, জুমা (৭ম) ওয়াটার পিউরিয়াল উন্নত গ্রাম উল্লেখযোগ্য।
বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৪ অনুষ্ঠানটি উদ্বোধন করেন রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মোঃ আবুল কালাম এসময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট মনির হোসেন, কাজী আনোয়ার, আবুল কাশেম, মোহাম্মদ সোহেল পান্নু পাটোয়ারী, মোঃ সোহেল, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, মোহাম্মদ আলী। মাস্টার সাহেব উদ্দিন পৌর কর কর্মকর্তা জনাব আলী আলমগীর হোসেন সমাজকর্মী মনিরুল হক সোহাগ বৈষম্য বিরোধী ছাত্রনেতা আব্দুল মোতালেব সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।