
নুর কুতুবুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় দারুল ঈমান সালাফিয়াহ মাদ্রাসায় বার্ষিক শিক্ষা সম্মেলন- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৬ নভেম্বর) বেলা বারো’টায় মচমইল ডিগ্রি কলেজ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালক আবুল হোসেন আকাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আব্দুল হালিম, হাদিস ফাউন্ডেশন রাজশাহী । সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী আতেরা হোসেন তুবা, রাজশাহী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক কামরুল হাসান, পানিশাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, আরবি ভাষায় বক্তব্য সবাইকে মুগ্ধ করে। সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।