
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।
কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি কার্য নির্বাহী কমিটির সদস্য ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট আকন’র পিতা মহিপুর সদর ইউনিয়ন’র সাবেক চেয়ারম্যান আবদুস ছালাম আকনের মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ইউনিটির কার্যালয়ে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় কলাপাড়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক শরিফুল হক শাহীন, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি রাশেল কবির মুরাদ, সিনিয়র সহ-সভাপতি আসলাম সিকদার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সংগঠনিক সম্পাদক রেহান উদ্দিন, অর্থ সম্পাদক ফরাজি মো.ইমরান, কার্য নির্বাহী সদস্য ফরিদ উদ্দিন বিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মাওলানা মো.ফোরকানুল ইসলাম।