
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধিঃ মোরেলগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়কে বদলি করলো স্বাস্থ্য অধিদপ্তর। ১৩ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের এক আদেশে এ স্বাস্থ্য কর্মকর্তাকে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় বদলি করা হয়েছে। উল্লেখ্য ডাঃ শর্মী রায়ের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে তার পদত্যাগ দাবি করে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছিল স্থানীয়রা। গত ১ অক্টোবর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধনে অংশগ্রহন করেন স্থানীয় নারী-পুরুষ।এ সময় জনতা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও হাতে ঝাড়ু নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। গত কয়েকদিন ধরে এই স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের দাবিতে ফুলে ফুশে উঠেছিলেন স্থানীয় জনসাধারণ। বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা সেই সংবাদ প্রচার করেন। অবশেষে নানাবিধ অভিযোগের দায়ে তাকে বদলি করা হয়েছে এই সংবাদে আজ শুক্রবার ১৫ নভেম্বর সকালে ভুক্তভোগী জনসাধারণ উপজেলার বিভিন্ন জায়গায় মিস্টি বিতরণ করেন।