
শেরপুরের পুলিশ সুপার কর্তৃক বিচারপতি মোঃ আকরাম হোসেন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ১৫নভেম্বর শুক্রবার
বাংলাদেশ সুপ্রীমকোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ আকরাম হোসেন চৌধুরী শেরপুরে তার নির্ধারিত সফর সূচি অনুযায়ী সার্কিট হাউজে উপস্থিত হলে, জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান, পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। পরে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল মাননীয় বিচারপতিকে ” গার্ড অব অনার” প্রদান করেন।
এসময় জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, ও বিচার বিভাগের বিজ্ঞ বিচারকগণ উপস্থিত ছিলেন।