
মাহতাব উদ্দিন আল মাহমুদ ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে দিনাজপুরের ঘোড়াঘাটেবাজার মনিটরিং করেছেন উপজেলা সহকারী কমিশনান ও র্নিবাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল মামুন আল কাওসার শেখ ।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার রাণীগঞ্জ বাজারে নিত্য প্রয়োজনীয় তরিতরকারি শাক সবজিসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বাজার মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও র্নিবাহী ম্যাজিস্ট্রেট আব্দুল -মামুন- আল কাওসার শেখ। এ সময় বিভিন্ন দোকানদারদের সাথে কথা বলে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করার পরার্মশ দেন তিনি। মূল্য তালিকা টানানো, ক্রয়ের ভাউচার সংরক্ষণ ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় না করতে ব্যবসায়ীদেরকে পরার্মশ দেওয়া হয়। এ বিষয়ে র্নিবাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল- আল- মামুন কাওসার শেখ বলেন,নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারদর স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন,ঘোড়াঘাট উপজেলার সকল বাজার র্পযায়ক্রমে এভাবে মনিটরিং করাসহ এ অভিযান অব্যাহত থাকবে।