
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে কাউসার সাহাগ (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের রেজু খালের ব্রিজের মাথায় এ দুর্ঘটনা ঘটে।নিহত কাউসার সোহাগ নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের নতুন পাড়া এলাকার বাসিন্দা মোঃ বদি আলমের ছেলে।।
স্থানীয়রা জানান সোহাগ মোটরসাইকেল নিয়ে রেজু খালের ব্রীজের মাথায় পৌঁছালে বিপরীত মুখী পিকাফ গাড়ি (ডাম্পার) তার মোটরসাইকেলকে ধাক্কা দীলে সে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এই সময় তাকে এলাকাবাসী উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে সোহাগের অবস্থা আশংকাজনক দেখে কক্সবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার পথে তিনি মারা যান।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাশরুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।