ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

দুমকির কৃতি সন্তান ঢালিউড অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ২০ তম মৃত্যুবার্ষিকী আজ

পটুয়াখালীর দুমকির কৃতি সন্তান ঢালিউডের শক্তিমান অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ২০ তম মৃত্যুবার্ষিকী আজ। সিনেমার পর্দায় নেতিবাচক চরিত্রেই বেশি দেখা গেছে তাকে। অভিনেতার বাঘের মতো সংলাপ আর ভয়েস যেন পর্দায় কাঁপন ধরাতো সিনেমাপ্রেমীদের মনে। অভিনয়ে যেমন ছিলেন দুর্দান্ত, তেমনি তার বাচনভঙ্গি, এক্সপ্রেশনও ছিল যেকোনো অভিনেতার জন্য ঈর্ষণীয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজীবের চলে যাওয়ার ২০ বছর পূর্ণ হলো। ২০০৪ সালের আজকের এই দিনে ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ৫২ বছরেই না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তবে অভিনেতা হিসেবে এখনও মানুষের হৃদয়ে রয়েছেন তিনি।

প্রায় দুই শতাধিকেরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন রাজীব। চলচ্চিত্রপ্রেমীদের কাছে খল অভিনেতা হিসেবেই বেশি খ্যাতি তার। ১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। সিনেমায় আসার আগে তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি করতেন।

১৯৮১ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় রাজীবের। এরপর কাজী হায়াতের ‘খোকন সোনা’ সিনেমার মাধ্যমে তারকাখ্যাতি পান এই অভিনেতা।

রাজীব শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। সিনেমাগুলো হলো— হীরামতি (১৯৮৮), দাঙ্গা (১৯৯১), বিদ্রোহ চারিদিকে (২০০০) ও সাহসী মানুষ চাই (২০০৩)।

রাজীবের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- উছিলা, মিয়া ভাই, সত্য মিথ্যা, বীরাঙ্গনা সখিনা, হুমকি, মা মাটি দেশ, প্রেম প্রতিজ্ঞা, দাঙ্গা, ত্রাস, দুর্নীতিবাজ, প্রেম দিওয়ানা, টাকার অহংকার, মৃত্যুদণ্ড, বন্ধন, চাঁদাবাজ, কেয়ামত থেকে কেয়ামত, মীরজাফর, মিথ্যার রাজা, বেনাম বাদশা, আখেরি রাস্তা, বিদ্রোহী কন্যা, ক্ষমা, জবরদখল, প্রিয় তুমি, বিক্ষোভ, খলনায়ক, দেশদ্রোহী, লুটতরাজ, ভণ্ড, হাঙর নদী গ্রেনেড, ভাত দে, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, মগের মুল্লুক ও স্বপ্নের বাসর প্রভৃতি।

ওয়াসীমুল বারী রাজীবের নাতি রফিকুল বারী সরোয়ার বলেন, আজকের এই দিনটি আমাদের পরিবারের জন্য এক গভীর স্মৃতিবাহী দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে, কারণ আজ আমার দাদা আলহাজ্জ ওয়াশীমুল বারী রাজীবের আজ তাঁর ২০ তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের ঠিক এই দিন ১৪ নভেম্বর, তিনি ক্যান্সারের সাথে দীর্ঘ সংগ্রাম শেষে পৃথিবীর মায়া ত্যাগ করেন। আমরা সকলেই তাঁর জন্য দোয়া করি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি তাঁকে জান্নাতের উচ্চস্থানে স্থান দেন।

শেয়ার করুনঃ