
শেখ হাসিনা সরকার পতনের পর ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ১৭ সেপ্টেম্বর ৬০ দিনের জন্য সশস্ত্র বাহিনীকে সারাদেশে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছিল অন্তবর্তীকালীন সরকার,যা আগামী ১৭ নভেম্বর শেষ হতে যাচ্ছে। এবার জানা গেল,সশস্ত্র বাহিনীকে দেওয়া ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মেয়াদ বৃদ্ধি করা হবে এবং এতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ডকেও এই ক্ষমতা দেওয়ার কথা ভাবছে সরকার।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল পুলিশ লাইনসের গ্রাটিটিউড হলে সশস্ত্র বাহিনী বিভাগের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন,আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদানের জন্য সশস্ত্র বাহিনীকে ২ মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল। যার মেয়াদ বৃদ্ধি করা হবে এবং এতে বিজিবি ও কোস্টগার্ডকে অন্তর্ভুক্ত করা হবে।
গত ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশন পাওয়া কর্মকর্তাদের সারাদেশে ৬০ দিন অর্থাৎ দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। এরপর গত ৩০ সেপ্টেম্বর আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহিনী ও নৌবাহিনীর কমিশন্ড কর্মকর্তারাদেও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়।
ডিআই/এসকে