
যুব সমাজ দেশ ও জাতির সম্পদ। কিন্তু রাষ্ট্রীয় পলিশি মেকিংয়ে কুরআনের নীতি না থাকায় আজ যুব সমাজ ধ্বংসের মুখে পতিত।
মাদক সন্ত্রাস আর অশ্লীলতা যুব সমাজকে কুরে কুরে খাচ্ছে।
যুব সমাজ কে এ ধ্বংসের হাত থেকে বাঁচাতে নৈতিক শিক্ষার কোন বিকল্প নেই। আর নৈতিকতা ইসলামি শিক্ষা ছাড়া সম্ভব নয়।
জামায়াতে ইসলামী ইসলামি শিক্ষায় শিক্ষিত নেতৃত্বের মাধ্যমে দেশ পরিচালনা করতে চাই।
আগামীতে দেশের সকল স্তরে জামায়াত নেতৃত্বকে বিজয়ী করে দেশে মাদক সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার সংগ্রামে যুব সমাজসহ আপামর জনসাধারণের সমর্থন চাই।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নে জৈট্যাবটতলায় এক সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, জেলা সেক্রেটারী গোলাম মোর্তজা, উপজেলা আমীর নুমায়ুন আলী। সভা পরিচালনা করেন মোহনপুর ইউনিয়ন আমীর জয়নাল।