
পুরান ঢাকার সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ঢাকা-৭ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) জিয়াউর রহমান বিষযটি নিশ্চিত করে বলেন,“সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে বৃহস্পতিবার ভোররাতে গুলশান-১ নম্বর থেকে গ্রেফতার করা হয়েছে। চকবাজার ও গুলশান থানা পুলিশের অভিযানে তাকে একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।”
তিনি বলেন,“তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা আছে। সাবেক এই সংসদকে চকবাজার থানায় নেওয়া হয়েছে। হয়ত আজই তাকে আদালতে তোলা হবে।”
কতগুলো মামলার তথ্য মিলেছে জানতে চাইলে জিয়াউর রহমান বলেন,“আপাতত একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আরও মামলার তথ্য বের করা হবে। এবিষয়ে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সোলাইমান সেলিম।
এর আগে একই আসনে সংসদ সদস্য ছিলেন তার বাবা হাজি সেলিম।
ডিআই/এসকে